In want of Ethical Clearance Approval?

রিসার্চ পেপার পাবলিশ করতে গিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে আমরা কম বেশি সবাই ভুগেছি অথবা নতুন যারা তারা সমস্যায় পরে যাই। কোথায় , কিভাবে পাবলিশ করতে হয় অনেকেই বিষয় গুলো বুঝে উঠতে পারিনা। অধিকাংশ সময়ই সঠিক গাইডলাইন আমরা সবাই পাইনা, এই সমস্যার সমাধান করতে BU Research & Higher Education Society নিয়ে এসেছে এই প্রথম বারের মত “এথিক্যাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট”। যদিও যারা গবেষণার সাথে আগে থেকেই যুক্ত তাদের কাছে এটা সম্পর্কে ব্যাখ্যা করার কিছুই নেই । বেশ কিছু স্পেসিফিক রিসার্চ ফিল্ড বা স্পেসিফিক রিসার্চ জার্নালে পেপার পাবলিশ করার ক্ষেত্রে এই ক্লিয়ারেন্স বা এপ্রুভালের প্রয়োজন হয় । কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, অনেকে এটা সংগ্রহ করতে না পেরে নিজের ভালো পেপার পাবলিশিংয়ের ক্ষেত্রে জটিলতার সম্মুখিন হন । কিন্তু এখন থেকে BURHES এক্ষেত্রে আপনাদের পাশে থাকবে। আমাদের সম্মানিত উপদেষ্টামন্ডলীদের আদেশক্রমে আমরা ইথিক্যাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইস্যু করার সেবা প্রদান করবো।
তবে এই এপ্রুভাল যেসব প্রক্রিয়া মেনে হবেঃ
১। অবশ্যই পেপারের অথরকে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অথবা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কেউ হতে হবে ।
২। পেপারের ডেটা কালেকশন থেকে শুরু করে ফাইনাল রিপোর্ট তৈরি পর্যন্ত সবকিছু গবেষণার নৈতিকতা মেনে হতে হবে ।
৩। গবেষণা এথিকস মেনে হয়েছে কিনা সেটা যাচাই করবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ফ্যাকাল্টি মেম্বাররা ।
৪। পুরো প্রক্রিয়াটা প্রসেসিং খরচ হিসেবে নামমাত্র একটা ফি রাখা হবে ।
.
রেজিস্ট্রেশন লিঙ্ক: https://forms.gle/nyBaBa6gjUYqz1Ye6
.
অথবা নিচে দেয়া কিউ আর কোড স্ক্যান করেও রেজিস্ট্রেশন করতে পারেন ।

Leave a Reply