University of Melbourne Scholarship

???? অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয় স্কলারশিপ:
“আসা-যাওয়ার এয়ার টিকেট নিয়ে প্রতি মাসে ১ লক্ষ ৬৭ হাজার টাকা পেয়ে অস্ট্রেলিয়ার মেলবোন বিশ্ববিদ্যালয় ফ্রিতে পড়াশোনা করার সুবর্ণ সুযোগ”! ✌️❤️✌️
????প্রোগ্রামঃ ব্যাচেলর (৩-৪ বছর মেয়াদী), মাস্টার্স (১-২ বছর মেয়াদী), পিএইচডি (৩+ বছর মেয়াদী)
???? সুবিধাসমূহঃ
১. সম্পূর্ণ বিনাবেতনে পড়াশুনা করবার সুযোগ।
২. মাসিক ভাতা প্রদান করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় ১ লক্ষ ৬৭ হাজার ৭৮ টাকা। প্রতি বছর প্রদান করা হবে ২০ লক্ষ ৪ হাজার ৯৪১ প্রকাদান করা হবে।
৪. মেডিক্যাল ইনস্যুরেন্স এর সুবিধা প্রদান করা হবে।
৫. আবাসন ভাতার সুবিধা প্রদান করা হবে।
৬. বাংলাদেশ থেকে আসা যাওয়ার এয়ার টিকেট প্রদান করা হবে।
.
যেসকল প্রোগ্রামে আবেদন করা যাবেঃ
★ Subject Available
???? আবেদন করতে যা যা লাগবেঃ
১. পাসপোর্ট
২. একাডেমিক পেপারস
৩. রেফারেন্স লেটার দুইটি
৪. মোটিভেশন লেটার
৫. সিভি/রিজিউম
৬. আইএলটিএস (একাডেমিক)
৭. ওয়ার্ক এক্সপেরিএন্স (যদি থাকে)
৮. রিসার্চ প্রপোজাল (পিএইচডি)
৯. অন্যান্য পেপারস (যদি থাকে)
???? ইউনিভার্সিটি লিঙ্কঃ https://study.unimelb.edu.au/

Leave a Reply